সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে শীত উপহার বিতরণ

125

সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার বিকালে ইউনিয়নের অসহায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীত উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

Advertisement

ইউনিয়ন জামায়াতের আমীর কাজী জাহেদ ইমাম এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক পৌর কমিশনার মোহাম্মদ তাহের।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত, দখলবাজমুক্ত বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আছে একদল সৎ,দক্ষ, ন্যায়বান ও দেশপ্রেমিক যোগ্য লোক। আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য নির্বাচিত করে দেশকে আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষা করতে হবে।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ সেলিম জাহেদীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিল্প- বাণিজ্য, যুব ও ক্রীড়া সেক্রেটারী শামসুল হুদা, বায়তুলমাল সেক্রেটারী মুহাম্মদ মহিউদ্দিন, অফিস ও প্রচার সেক্রেটারী মুহাম্মদ ইকবার হোসেন, উলামা ও মসজিদ মিশন সেক্রেটারী মুহাম্মদ ইলিয়াস হোসেন  এবং সমাজসেবা সেক্রেটারী নুরুল আলম প্রমুখ।

Advertisement