আগামীতে সম্পূর্ণ বিলুপ্ত করতে কমিটি গঠন

পোষ্য কোটা দুই তৃতীয়াংশ কমিয়েছে চবি প্রশাসন

66

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কমিটির ৩য় সভা গত সোমবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনের সভা কক্ষে চবি উপাচার্য ও শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মাদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চবি ভর্তি কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) ও ভর্তি কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. মো: কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

Advertisement

সভায় উপস্থিত সদস্যবৃন্দের মধ্যে বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি/ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রভোষ্টবৃন্দ, পরিচালক, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র ও পরিচালক, আইসিটি সেল, চবি আলোচনায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রস্তাব পেশ করেন।

বিস্তারিত আলোচনার পর সভায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:

সিদ্ধান্ত-১: ওয়ার্ড কোটা (WQ) এর জন্য বিদ্যমান নীতিমালায় উল্লিখিত “ওয়ার্ড কোটায় প্রতি বিভাগ/ইনিস্টিটিউটে একটি আসন চ.বি. শিক্ষকদের ওয়ার্ডের জন্য এবং প্রতি অনুষদে একটি আসন চ.বি. কর্মকর্তাদের ওয়ার্ডের জন্য সংরক্ষিত থাকবে” বাতিলপূর্বক এবং ওয়ার্ড কোটা (WQ) এর জন্য নির্ধারিত সর্বমোট ১৬৬ টি আসন পুনর্বিন্যাস করে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে ওয়ার্ড কোটা (WQ) এর জন্য প্রতিটি বিভাগ/ইনিস্টিটিউট/বিষয়ে একটি করে সর্বমোট ৫৪টি আসন বরাদ্দ এবং উক্ত আসনসমূহ ওয়ার্ডের মেধাক্রমানুসারে পূর্ণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ইউনিট ভর্তি কমিটির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণপূর্বক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব ইউনিট কো-অর্ডিনেটরকে ক্ষমতা অর্পণ করা হয়েছে। সভায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক), রেজিস্ট্রার দপ্তর, চবিকে অনুরোধ করা হয়েছে।

সিদ্ধান্ত-২: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফি এবং বিদ্যমান সকল কোটা পর্যালোচনা করে এর প্রয়োজনীয়তা/উপযোগিতা নিরূপনপূর্বক পর্যায়ক্রমে সকল কোটা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে সুপারিশসহ একটি প্রতিবেদন পেশ করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানকে সভাপতি এবং চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম নছরুল কদির, চবি প্রীতিলতা হলের প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, চবি ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. এন. এম. সাজ্জাদুল হক, চবি ছাত্র-ছাত্রী পরামশ ও নির্দেশনা পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেনকে সদস্য এবং চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে সদস্য-সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে।

Advertisement