নিয়মিত অনুশীলনের মাধ্যমে আগামীর সাফল্য লাভের প্রত্যাশায় নিজেদের প্রস্তুত করতে হবে: চবি উপাচার্য

85

নিয়মিত অনুশীলনের মাধ্যমে আগামীর সাফল্য লাভের প্রত্যাশায় নিজেদের প্রস্তুত করতে হবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দু’দিন ব্যাপি অনুষ্ঠিত কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ কথা বলেন।

Advertisement

উপাচার্য তার বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলসমূহের ক্রীড়াসহ কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ ও ক্রীড়া প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি বলেন, খেলাধুলাকে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ এক মাস মাঠে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উৎসাহ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে চলমান সুষ্ঠু ও শান্তিপূর্ণ একাডেমিক কর্মকান্ডের পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রমকে উৎসাহিত করতে প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান এবং যারা জয়ী হতে পারেনি, তাদেরকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আগামীর সাফল্য লাভের প্রত্যাশায় নিজেদের প্রস্তুত হতে আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও শরীরচর্চা অব্যাহত রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের পারদর্শিতার স্বাক্ষর রাখবে, এটাই সকলের প্রত্যাশা।

অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও প্রধান বিচারক প্রফেসর ড. মনির উদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষক, প্রক্টর ও সহকারী প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অফিস প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, সুন্দর পরিবেশে সুশৃংখলভাবে বড় ধরনের একটি কর্মযজ্ঞ শেষ করেছি। এজন্য ক্রীড়া প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একইসাথে এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

উপ-উপাচার্য (প্রশাসন) ও ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি বলেন, শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের মাঠকে প্রাণবন্ত করে রেখেছেন। আগামীতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখতে শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি।

এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে চবি শাহ আমানত হল ৫০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, চবি সোহরাওয়ার্দী হল ৩৮ পয়েন্ট পেয়ে রানার আপ, ১৮ পয়েন্ট পেয়ে রুমন জয় তনচংগা চ্যাম্পিয়ন ও ১১.১৬ সেকেন্ডে দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেন। ছাত্রীদের মধ্যে চবি প্রীতিলতা হল ৪৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ২৫ পয়েন্ট পেয়ে রানার আপ এবং তামান্না মাহবুব দ্রুততম মানবী ও তিনি ১৮ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি শারীরিক শিক্ষা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার জালাল আহমদ।

Advertisement