চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত লেখক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
সোমবার (১০ ফেব্রুয়ারি) শাখা সেক্রেটারি মোহাম্মদ আলীর সঞ্চালনায়, শাখা সভাপতি মুহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সদস্য, আমেরিকার ওরিগন স্টেট বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক, সিনিয়র এআই সায়েন্টিস্ট ড. মুজিবুর রহমান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ্, সাবেক সভাপতি মু. রাজিফুল হাসান বাপ্পি।
অমর একুশে বইমেলা’২৫ এ বই প্রকাশিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ লেখকদের এ সম্মাননা প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
যারা সম্মাননা পেয়েছেন-
১. বই: বেথলেহেমের বুকের বারুদ
লেখক: মুহাম্মাদ রিয়াদ উদ্দিন
বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
প্রচ্ছদ: ওয়ালিদ ইবন হোসাইন
ধরন: কবিতা
প্রকাশন: বয়ান পাবলিকেশন্স, ঢাকা
মুদ্রিত মূল্য: ২৫০৳
বইমেলার স্টল: ৪০ নং স্টল, ঢাকা
বিষয়বস্তু: বইটি ফিলিস্তিন, প্রেম ও ফ্যাসিবাদী সময়ের এক নান্দনিক বয়ান
২. বই: নজরুলনামা
লেখক: জেসমিন পমি
প্রাণিবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রচ্ছদ: মনিরুল মনির
ধরন: প্রবন্ধ
প্রকাশন: খাড়িমাটি
মুদ্রিত মূল্য: ২০০৳
বইমেলার স্টল: ৪৫-৪৬ নং স্টল, ঢাকা
বিষয়বস্তু: কাজী নজরুল ইসলাম
৩. বই: বায়োলজি অভিধান
লেখক: জামাল আব্দুন নাসের
প্রাণিবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
ধরন: অভিধান
প্রকাশন: অক্ষরবৃত্ত
মুদ্রিত মূল্য: ২০০৳
বইমেলার স্টল: ৪২৪-৪২৫ নং স্টল, ঢাকা
বিষয়বস্তু: বায়োলজি অভিধান, পরিভাষা সংক্রান্ত
৪. বই: কথা ছিলো সুবিনয়
লেখক: মিজবাহুল জান্নাত তারিন
হিসাববিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ধরন: কবিতা
প্রকাশন: দূরবীন
মুদ্রিত মূল্য: ৩৩৩৳
বইমেলার স্টল: ৭৫-৭৬-৭৭
বিষয়বস্তু: বহুবিধ
৫. বই: মানুষ মূলত শিবির
লেখক: ফায়াজ শাহেদ
আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ধরন: কবিতা
মুদ্রিণ মূল্য: ৩৫০৳
প্রকাশ: ইনসাফ
৬. বই: রাজাদের রাজ্যে রাষ্ট্ররা
লেখক: রিফু
অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ধরন: গল্প
প্রকাশন: আদী
মূদ্রিত মূল্য: ৩৫০৳
৭. বই: না পাইলাম খোদা, না পাইলাম তারে
লেখক: সাকিব মাহমুদ রুমী
ধরন: কবিতা
মুদ্রিত মূল্য: ২৪০৳
প্রকাশন: অনুলেখা
৮. বই: দৃপ্ত জুলাইয়ের কবিতা
লেখক: আলাউদ্দিন আল বোখারী
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ধরন: কবিতা
প্রকাশন: দাঁড়িকমা
মুদ্রিত মূল্য: ১৫০৳
৯. বই: ডোন্ট বিলিভ এভ্রিথিং ইউ থিংক
অনুবাদক: ইফতেখার আবির
অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ধরন: অনুবাদ
প্রকাশন: অক্ষরবৃত্ত
মুদ্রিত মূল্য: ২৬৭৳
১০. বই: মন, মগজ, মন্দির
লেখক: অর্ণব আইচ
গণিত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ধরন: কবিতা
মুদ্রিত মূল্য: ২০০৳
প্রকাশন: দাঁড়িকমা
১১. বই: জল ভালোবাসি
লেখক: প্রত্যয় বাধন
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ধরন: কবিতা
প্রকাশন: ছায়া প্রকাশন
মুদ্রিত মূল্য: ২০০৳
১২. বই: নৈঃশব্দ্য কারাগার
লেখক: হিমেল চন্দ্র রায়
বাংলাদেশ স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশন: সমন্বয়
মুদ্রিত মূল্য: ২০০৳
১৩. অরণী ও বিষণ্নতা
লেখক: পার্থ দিবস চৌধুরী
ধরন: কবিতা
প্রকাশন: অক্ষরবৃত্ত