“সুন্দরবনকে ভালোবাসি সবাই মিলে ভালো থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী স্টুডেন্ট’স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় -এর সমন্বয়ে গঠিত “ম্যানগ্রোভ ইউনিফিকেশন”-এর আয়োজনে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে “সুন্দরবন দিবস” উদযাপিত হয়েছে।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট চত্বর থেকে র্যালী শুরু হয়। র্যালীটি কাটা পাহাড় সড়ক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও সুন্দরবন দিবস উদযাপন বাস্তবায়ন উপ-কমিটির আহবায়ক ইসমাঈল হোসেন সিরাজী। খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সিঁথি রায়। পটুয়াখালী স্টুডেন্ট’স এসোসিয়েশনের সদস্য সাজিদ হাসান। সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির উপ-প্রচার সম্পাদক মুহাম্মাদ আরাফাত হুসাইন প্রমূখ। সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সম্মানিত সভাপতি আজমল হোসেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার প্রধান খুনী হাসিনা বাংলাদেশের আপামর জনগণের দাবীকে উপেক্ষা করে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নেয়। যা ছিল সুন্দরবন ও জীববৈচিত্র্য ধ্বংসের অন্যতম কারণ। তিনি অবিলম্বে সুন্দরবন ও প্রাকৃতিক জীববৈচিত্র্য ধ্বংসাত্মক এই রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আরোও বলেন, উপকূলীয় এলাকার মানুষের জীবন জীবিকার নিরাপত্তার লক্ষে অনতিবিলম্বে টেকসই বেড়িবাঁধ নির্মান করতে হবে।
খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সিঁথি রায় বলেন ১৪ ফেব্রুয়ারীকে সুন্দরবন দিবস হিসেবে জাতীয় স্বীকৃতি প্রদান করতে হবে। এছাড়াও সমাবেশ থেকে সুন্দরবন রক্ষায় আলাদা কমিশন গঠন, সুন্দরবনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র নির্মাণ, সুন্দরবন ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারের সচেতনতাসহ নানা দাবী উত্থাপন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক তাসকিন আরাফাত। প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ। উপ-কোষাধ্যক্ষ ওসমান গণি সরদার। উপ-আইন বিষয়ক সম্পাদক আলামিন হোসেন রাজা ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির উপ-দপ্তর সম্পাদক শামীম রেজা জয়।
উল্লেখ্য, অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ৪ ফেব্রুয়ারি ইসমাঈল হোসেন সিরাজীকে আহবায়ক করে ৫ সদস্যের সুন্দরবন দিবস উদযাপন বাস্তবায়ন উপ-কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সভাপতি উপ-কমিটিকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করেন।