কোভিডে ২৪ ঘণ্টায় ১৬ মৃত্যু,শনাক্ত ৪৪৩

242
corona

চট্টলা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪৩ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫ লাখ ৪১ হাজার ৮৭৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

Advertisement

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৩১৪ জন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে আরও ৬৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৯ হাজার ২৫৪ জন হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Advertisement