ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (স:)কে কটুক্তি করে লেখালেখির অভিযোগে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র সৌরভ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Advertisement
সোমবার (২৯ মার্চ) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলালুদ্দীন রাউজান থানা পুলিশের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
সৌরভ চৌধুরী (২৪) চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের ছাত্র। গত ২১ মার্চ ভোরে চট্টগ্রাম নগরীর উত্তর নালাপাড়ায় বাসায় অভিযান চালিয়ে রাউজান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রাউজান থানার চুয়েট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিকের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।
Advertisement