চট্টগ্রামে একদিনে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪১৪

276
corona

চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪১৪ জনের দেহে। এদের মধ্যে ৩৭৩ জন নগরীর ও ৪১ জন বিভিন্ন উপজেলার।

Advertisement

বুধবার (৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়।

জানা যায়, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ২৭৫৬ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৯৪ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪২ হাজার ৭১৫ জন। এর মধ্যে নগরে ৩৪১৬৭ জন এবং উপজেলা পর্যায়ে ৮৫৪৮ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৪০০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৯৪ এবং উপজেলায় ১০৬ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৫ হাজার ১০৭ জন।

Advertisement