উত্তর কাট্টলী এলাকায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়

আবারো তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করতে ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে ষড়যন্ত্র করছে আওয়ামীলীগ: দীপ্তি

124

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি শনিবার(১০ আগষ্ট) বিকালে দেশের চলামান পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী ঈশান মহাজন রোড তালুকদার বাড়ী, ধোপা পাড়া, আচার্য্য পাড়া সেনবাড়ী দত্ত বাড়ী, ছোট ও বড় কালী বাড়ী এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মত বিনিময় করেন। 

Advertisement

এসময় তিনি বলেন, ছাত্র জনতার গণআন্দোলনে পতিত স্বৈরাচারী খুনী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশের অভ্যন্তরে এখনো ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের জানমালের উপর হামলা-ভাংচুর-লুটপাট চালিয়ে দীর্ঘদিন পর জনজীবনে ফিরে আসা স্বাভাবিক স্বস্তিদায়ক পরিবেশকে আবারও ভীতিকর অবস্থায় নেয়ার এবং এর দায়ভার অন্যের ঘাড়ে চাপানোর পুরনো অপকৌশল অবলম্বন করেছে’।

বাংলাদেশকে আবারো তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করতে তারা ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে হামলা করে প্রতিপক্ষকে দোষারোপ করার যে সংস্কৃতি তৈরি করেছে, সেটি আজকেও আমরা দেখতে পাচ্ছি।

চট্টগ্রামসহ সারাদেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।

এসময় মহানগর যুবদলের সহ সভাপতি শাহেদ আকবর, ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল, যুগ্ম সম্পাদক সম্পাদক জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, উত্তর কাট্টলী সার্বজনীন কালী বাড়ী কমিটির সাধারন সম্পাদক শিমুল দত্ত, যুগ্ন সম্পাদক ছোটন দে, আকবর শাহ পুজা কমিটির সভাপতি দীপক দাশ, সাধারন সম্পাদক এন্টন দাশ, বাগশিশ নেতা আশিশ দাশ, দীলিপ মিত্র হিজল মিত্র, রনি আচার্য্য, মানু দত্ত, সুমন দে, বাবলু দাশ, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদলের যুবদলের আহবায়ক মেজবাহ উদ্দীন চৌধুরী, নগর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী ফারুক হোসেন, ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আবু তৌহিদ, নগর ছাত্রদলের সদস্য আব্বাস রিপন, পাহাড়তলী থানা ছাত্রদলের সদস্য সচিব আসলাম আজমী হিমু, থানা যুবদল নেতা মো. আকতার হোসেন, মো. মহিউদ্দীন মো. শিবলু, মো. মোরশেদ মোঃ জুয়েল, ছাত্রদল নেতা মো. ফাহিম উদ্দীন, সাজ্জাদ হোসেন, যুবদল নেতা মো. সিদ্দিক, মো.টিটু, মো. শাহেদ, আজম মেম্বার, ছাত্রদল নেতা মুন্না মো. নাহিদসহ প্রমুখ নেতৃবৃন্দ।

Advertisement