যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে অবস্থিত নিউ ইংল্যান্ডে বসবসারত বাংলাদেশী আমেরিকান হিন্দুদের প্রধান সংগঠন ‘নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি-উৎসব’ সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা, ত্রাণ ও ঔষধ সামগ্রী বিতরণ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির কর্মকর্তাদের পক্ষে ফেনী জেলার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর আসকারদীঘির পশ্চিম পাড়স্থ চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ মহারাজের মাধ্যমে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি বাংলাদেশের স্থানীয় মুখপাত্র ও জাতীয় সংবাদ সংস্থা-এনএনবি’র চট্টগ্রাম প্রধান রনজিত কুমার শীল।
চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ বলেন, সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের ফটিকছড়ি, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষীপুর ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মিশনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। বন্যা পরবর্তী এবার জেলাগুলোর বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও দেশী-বিদেশী বিভিন্ন সংগঠনের কাছ থেকে সহায়তা কামনা করা হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে অবস্থিত নিউ ইংল্যান্ডে বসবসারত বাংলাদেশী আমেরিকান হিন্দুদের প্রধান সংগঠন ‘নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি-উৎসব’ বন্যার্তদের জন্য আর্থিক সহায়তা দিয়ে এগিয়ে এসেছেন।
নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি-উৎসব’র বাংলাদেশের স্থানীয় মুখপাত্র ও জাতীয় সংবাদ সংস্থা-এনএনবি’র চট্টগ্রাম প্রধান রনজিত কুমার শীল জানান, ইতোমধ্যে সংগঠনের পক্ষ থেকে জেলার ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলা এবং লক্ষীপুর জেলার বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার পাশাপাশি ত্রাণ ও ওষুধসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ‘নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি-উৎসব’র কর্মকর্তাগণ।