চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইনোভেশন হাবের উদ্যোগে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ক্লাবগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ক্লাব কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০টি ক্লাবের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
রোববার (১২ জানুয়ারি) দুপুর ২টায় চবির ইনোভেশন হাব কার্যালয়ে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।
ইনোভেশন হাবের পরবর্তী ব্যাচগুলোর কার্যক্রম চালুর জন্য প্রস্তুতি নেওয়া এবং ক্লাবগুলোর সহযোগিতায় উদ্ভাবনী উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কনফারেন্সটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া ক্লাব প্রতিনিধিরা ইনোভেশন হাবের কার্যক্রম নিজেদের সংগঠনের সদস্যদের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ইনোভেশন হাবের পরবর্তী ইভেন্টে ক্লাবগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে একটি যৌথ পরিকল্পনা গ্রহণ করা হয়।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল কো-অর্ডিনেটর জনাব এম লতিফুল খবির। তিনি ইনোভেশন হাবের কার্যক্রমকে নতুন প্রজন্মের জন্য একটি মাইলফলক হিসেবে তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন ইনোভেশন হাবের ক্যাম্পাস পরিচালক ও চবি আইসিটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরি এবং ইনোভেশন হাব ম্যানেজার রাশেদুল আলম মোল্লা। কনফারেন্সটি পরিচালনা করেন চবি ইনোভেশন হাবের ক্যাম্পাস ম্যানেজার সাকিব আহমেদ।
ইনোভেশন হাবের ন্যাশনাল কো-অর্ডিনেটর জনাব এম লতিফুল খবির বলেন, এই কনফারেন্সের মাধ্যমে আমরা নতুন ব্যাচগুলোর জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে যাচ্ছি। আমরা আশা করছি, ক্লাবগুলোর সহযোগিতায় এ উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা-ভাবনা বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।
চবি ইনোভেশন হাবের ক্যাম্পাস ম্যানেজার সাকিব আহমেদ বলেন, বিশ্বব্যাংকের অর্থায়ন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ইনোভেশন হাব এবার ৩৬টি ইনোভেটিভ আইডিয়াকে দেড় লক্ষ(১,৫০,০০০) টাকা করে অর্থায়ন এবং উদ্যোক্তা তৈরির জন্য নির্বাচন করবে। সুতরাং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্যোক্তা তৈরির এ সুযোগকে কাজে লাগাতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাব ও সংগঠনের সহযোগিতা কামনা করি।
তিনি আরও বলেন, আগামী ১৭ জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বা প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকরা এ প্রকল্পে আবেদন করতে পারবেন। এ বিষয়ে ১৪জানুয়ারি, রাত ৯টায় একটি উন্মুক্ত অনলাইন সেশন আয়োজন করা হবে। আশাকরি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাই এই সেশনে অংশগ্রহণ করলে উপকৃত হবেন।
📝 আবেদনের শেষ তারিখ : ১৭ জানুয়ারি, ২০২৫
🔗 Apply Now: https://uihp.org/university-circular/4
উল্লেখ্য, ইনোভেশন হাব বিশ্বব্যাংকের অর্থায়ন এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত একটি প্রকল্প। যা সারাদেশে ১০টি বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা তৈরির জন্য কাজ করে যাচ্ছে।