গাউছুল আযম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়্যদ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর (ক.) প্রথম ও প্রধান খলিফা, বিলবেরাছতে গাউছুল আযম কুতুবুল আফকম হযরত মাওলানা শাহছুফি শেখ অছিয়র রহমান আল-ফারুকী চরণদ্বীপী (ক.) কেবলার ১৩৩তম বেলায়েত ও বেলাদত বার্ষিকী ওরশ শরীফ আগামী ২১ জানুয়ারি ২০২৫ ইংরেজি মঙ্গলবার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে দিন-রাত ব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে-খতমে কুরআন, খতমে গাউসিয়া, তাওয়াল্লাদে গাউসিয়া, মাজার শরীফে মাল্য ও গিলাপ পরিবেশন, মিলাদ মাহফিল, জিকির, ছেমা মাহফিল, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ।
অনুষ্ঠিতব্য ওরশে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.), শাহজাদা শেখ মোহাম্মদ সানাউল্লাহ ফারুকী, শাহজাদা শেখ মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকী দাওয়াত করেছেন।
দূর-দুরান্ত থেকে আগত ভক্তবৃন্দরা যেন ওরশ শরীফে নিরাপদে ও নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে সে লক্ষ্যে গাউসিয়া রহমানিয়া বশরিয়া শহীদিয়া ত্বরিকত কমিটিসহ সকল শাখা ও অঙ্গ সংগঠন প্রস্তুতি গ্রহণ করেছেন।