সীতাকুণ্ডে চক্রবাক ক্লাবের উদ্যেগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ 

183

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী চক্রবাক ক্লাবের উদ্যোগে গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

Advertisement

গতকাল বিকালে সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় ক্লাব মাঠ প্রাঙ্গনে উক্ত বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে অত্র এলাকার প্রায় ১৩০ জন শীতার্ত নারী ও পুরুষের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ক্লাবের ৪৪ বছরের ইতিহাস, চলমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন ক্লাবের কার্যকরি পরিষদের সদস্য এবং বেপজা কলেজের ইংরেজি বিভাগের সহকারি প্রভাষক আ ম ম জায়াদ।

চক্রবাক ক্লাবের কার্যকরী কমিটির সভাপতি মোঃ আনিসুর রহমান তৈমুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম ও সহ সাধারণ সম্পাদক মাইনুল হাসনাত রাহাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন নেছা বেগম, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিশিষ্ঠ সমাজসেবক দিদারুল ইসলাম মাহমুদ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মো: ফোরকান আবু, চক্রবাক ক্লাবের পৃষ্ঠপোষক সদস্য এম আলাউদ্দীন চৌধুরী, সাবেক সভাপতি মনোয়ারুল ইসলাম স্বপন, মো: মোজাম্মেল হক, মো: আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এ টি এম এনায়েত উল্যাহ, মো: নুরুল করিম, সাবেক কার্যকরি পরিষদের সদস্য  সালেহ আকবর সাহিদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন খোকনসহ ক্লাবের কার্যকরি পরিষদের সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।

Advertisement