আমার একটি পোস্টের শব্দচয়ন অনেক শিক্ষার্থীই পছন্দ করেনি। আমার শব্দচয়নের জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি। দায়িত্বশীল জায়গা থেকে এমন পোস্টে শব্দ চয়নের ব্যাপারে আমার আরো সতর্ক থাকা উচিত ছিল।
শেষ ঘটনায় অধিকাংশ শিক্ষার্থীরা দিনরাত বিচারের দাবি তুলেছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি অভিযোগ যাচাই বাছাই করে যথেষ্ট পরিমান তথ্য উপাত্তসহ রিপোর্ট জমা দিয়েছে যার আলোকে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ রেসিডেন্স এর সদস্যবৃন্দ তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। এই বিষয়ের সাথে আমার পোষ্টের বা বোর্ড অফ রেসিডেন্সের সিদ্ধান্তের সাথে অথবা সিদ্ধান্তের সমালোচনার সাথে কোন সম্পর্ক নাই।
বিভিন্ন সময়ে আমরা যারা নীতি নৈতিকতার প্রশ্নে আপোষহীন, সেই আমরাই যখন কিছু সুবিধা প্রাপ্তির আশায় এক এক সময় আমাদের অবস্থান একেকরকম করি, তখন সমস্যা বিনষ্টের পথে চলে, এমন উপলব্ধি হতেই আমার এই লেখা।
সমাজে আমরা শিক্ষিতদের কেউ কেউ দ্বিচারিতার আশ্রয়িনি যাকে পল্টি বাজি হিসেবে আমি উপস্থাপন করেছি। তবে পোস্টের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিলো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আমরা শিক্ষার্থীদের জন্যই দিনরাত কাজ করছি। শিক্ষার্থীরা না চাইলে একদিনের জন্যও এই চেয়ারে আমরা থাকবো না।
আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। অবশ্যই শব্দচয়নের ব্যাপারে আমার আরো সতর্ক হওয়া উচিত। এই পোষ্টের মর্মার্থ আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে যারা আমাকে নানাভাবে পরামর্শ দিয়েছেন, সমালোচনা করে সঠিক পথে চলার অনুপ্রেরণা যুগিয়েছেন।