সীতাকুণ্ডে তিনলাখ টাকার অবৈধ গর্জন কাঠসহ ট্রাক জব্দ

455

সীতাকুণ্ড প্রতিনিধি: পাচারের সময় সীতাকুণ্ডে গর্জন কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন।

Advertisement

সোমবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকা থেকে বিপুল পরিমান সরকারি গর্জন গোল কাঠ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্টো ট ২২-৮১৬৪)  আটক করা হয়।

গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা এস.এম কায়সার এবং চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর দেওয়া তথ্য ও নির্দেশনায় ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ অভিযান চালিয়ে অবৈধ গর্জন গোল কাঠসহ ট্রাকটি আটক করা হয়।

স্টেশন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আমাদের অফিসে সামনে মহাসড়কে ট্রাকটিকে থামানোর সংকেত দিলে তা অমান্য করে দ্রুতগতিতে ট্রাকটি পালিয়ে যেতে থাকে। এরপর  ট্রাকের পিছনে মাইক্রোবাস দিয়ে ধাওয়া করে বার আউলিয়া এলাকায় গাড়িটি রাস্তার পাশে রেখে চারক ও সহকারী পালিয়ে যায়। পরে আমরা গাড়িটি অফিস হেফাজতে নিয়ে আসি। জব্দ হওয়া গর্জন কাঠের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement