সীতাকুণ্ডে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কৃষকদলের নেতা খুন

635

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকার হাতিলোটা গ্রামে মোঃ নাছির উদ্দীন (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত নাছির উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন বলে নিশ্চিত করেছেন উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল।

Advertisement

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাটির ব্যবসা নিয়ে এ ঘটনা ঘটে। বুধবার নিজ ঘরে সেরে বাহিরে আসার পথে উৎপেতে থাকা দুর্বৃত্তরা নাছির উদ্দীনকে কুপিয়ে মারাত্মক জখম করলে তার মৃত্যু হয়। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।

Advertisement