মহাসড়কের ফৌজদারহাটে যাত্রীদের নিরাপদ যাতায়াত তদারকিতে পুলিশ সুপার

382

সীতাকুণ্ড প্রতিনিধি: ঈদের আনন্দ যাত্রা যেন দুঃখ-শোকের না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ঈদে নাড়ির টানে যাওয়া এবং ঈদের পরে মানুষের ফিরে আসা যাতে স্বস্তিদায়ক হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ সজাগ ও সতর্ক থাকতে হবে। পবিত্র ঈদুল আজহা ঈদ উপলক্ষে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায়  নিরাপদে বাড়ী ফিরতে পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। নিরাপদে বাড়ী ফেরার পাশাপাশি বাসের চালক, কন্ট্রাক্টরের হাতে কোন প্রকার হয়রানী, অতিরিক্ত ভাড়া আদায় নিয়েও তদারকি করা হচ্ছে নিয়মিত। এতে স্থানীয় সাংবাদিকদের ও বিশেষ ভূমিকা রয়েছে। যার ফলে কোন অপ্রীতিকর ঘটনা এখন প্রযন্ত ঘটেনি।

Advertisement

আজ শুক্রবার (৬ জুন) বিকাল ৫ টায় সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ীর সামনে যাত্রীবাহী বাসের যাত্রীদের সাথে সরাসরি জিজ্ঞাসাবাদে তদারকি অভিযান পরিচালনাকালে সীতাকুণ্ডের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ( এসপি) মোঃ সাইফুল ইসলাম শান্তু। চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শেখ মোহাম্মদ সেলিম, ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) রফিক আহমেদ মজুমদার, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মজিবুর রহমান, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি এম, সেকান্দর হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিনিয়র সাংবাদিক কৃষ্ণ চন্দ্রদাস, সাবেক সহ সম্পাদক নাসির উদ্দিন অনিক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য দিদার হোসেন টুটুল, নির্দেশ বড়ুয়া, কামরুল ইসলাম দুলু, সাইদুল হক, সাইফুল মাহমুদ, এসএম ইকবাল, সাংবাদিক মামুনুর রশিদ, মুসলিম উদ্দিন প্রমুখ।

Advertisement