সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

588

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।

Advertisement

শনিবার এবং রবিবার উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এবং ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় দূর্ঘটনা দুটি ঘটে।

রবিবার দুপুর সোয়া ১২টার সময় মাদামবিবিরহাট এলাকায় চট্টগ্রামমূখী শাহী পরিবহনের একটি বেপরোয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের উপরে উঠে পড়ে। এসময় দুই সড়কের মাঝে ডিভাইডারের উপর দাঁড়িয়ে থাকা মোঃ দিদারুল আলম (৪৫) কে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় শাহী পরিবহনের বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার পথে ধাওয়া দিয়ে স্থানীয় এলাকাবাসী ভাটিয়ারীতে আটক করে। নিহত দিদারুল আলম মিরসরাই উপজেলার মধ্যম আজিবনগর এলাকার ১নং হিঙ্গুরীপাড়ার মৃত কুব্বাত আহমেদের ছেলে। তিনি কদমরসুল এলাকায় একটি পুরাতন জাহাজ ভাঙা কারখানায় বাবুর্চি হিসেবে কাজ করতেন। বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

অপরদিকে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় গেটের সামনে মোটর সাইকেলের ধাক্কায় মোহাম্মদ জিয়া উদ্দিন (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেল আরোহী দুইজন আহত হন।  নিহত জিয়া উদ্দিন কুমিরা ঘাটঘর এলাকার বেল্লার বাড়ির সালেহ আহম্মদের পুত্র। সে কুমিরা অরবিট ডায়াগনস্টিক সেন্টারে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। জিয়া উদ্দিন বাইসাইকেল চালিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে সড়ক থেকে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় বাইসাইকেল আরোহীকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই নাছির আহমেদ দুইটি দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement