রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড : ঘটনাস্থল পরিদর্শন করলেন অতি.বিভাগীয় কমিশনার

101

চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দিন বাজারের এম কে সুপার কমপ্লেক্সের ২য় তলার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

আজ ১০ জুন মঙ্গলবার বিকেল ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে দোকানটির গার্মেন্টস পণ্য ও ফার্নিচার সামগ্রী ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেন।

এদিকে অগ্নিকান্ডের পর ঘটনাস্থল পরিদর্শনে যান চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী ও চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) এ. কে.এম গোলাম মোর্শেদ খান। এসময় ক্ষতিগ্রস্তদের দ্রুততম সময়ে ক্ষতিপূরণ নিশ্চিত করার আশ্বাস দেন তারা।

Advertisement