সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির চাপায় মোঃ আবদুল রহিম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২জুন) ভোর ৬টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরোহীর পিতার নাম মো.আজাহার খান। তিনি বরিশাল জেলার ফিরোজপুরের বাসিন্দা হলেও চট্টগ্রাম বন্দর থানায় আকমর আলী রোড পোর্ট কলোনীতে পরিবার নিয়ে বসবাস করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোঃ আবদুল রহিম বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মোটরসাইকেল যোগে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় অতিক্রমকালে চট্টগ্রামমূখী একটি অজ্ঞাত গাড়ি মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোর ৬টার দিকে কদমরসুল এলাকায় একটি অজ্ঞাত গাড়ি চট্টগ্রামমূখী মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।