লোহাগাড়ার চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলায় আরো এক রোহিঙ্গা আটক

213

চট্টগ্রামের লোহাগাড়ার চাঞ্চল্যকর জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন হত্যাকাণ্ডে আরো এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মোহাম্মাদ উল্লাহ ওরেফে মাহমুদুল্লাহ। তিনি এ হত্যাকাণ্ডের মুল হোতা বলে জানিয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু।

তিনি জানান, সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার এসআই পার্থ সার্থীর নেতৃত্বে পুলিশের একটি টিম উখিয়ার কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরবর্তীতে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে এ হত্যা মামলায় আনসার নামে আরো এক রোহিঙ্গাকে আটক করা হয়েছিল।

নিখোঁজের এক মাস পর গত ২৯ জানুয়ারী রাত সাড়ে ১১টায় লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার তার নিজ খামার থেকে জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement