নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা থানাধীন উত্তর চাতরী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী মো. নাছির উদ্দিন ওরপে গেট্টু নাছির (৩৩) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর একটি দল।
এসময় তার কাছ থেকে ০১ টি ওয়ানশুটার গান, ০১ রাউন্ড গুলি, ০৬ টি চাকু এবং ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারশকপী হয়। র্যাব জানিয়েছে সোমবার (১লা মার্চ) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী কার্যক্রমের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গেট্টু নাছির ছাত্রলীগ নেতা জনি হত্যা মামলার প্রধান আসামি। পরে যুবলীগ থেকে বহিষ্কৃত হন নাছির। বর্তমানে তিনি সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আবু শাহাদাত মো. সায়েমের অনুসারী বলে স্থানীয়রা জানান।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, আনোয়ারার উত্তর চাতরী এলাকায় গত রাতে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী মো. নাছিরকে অস্ত্র, মাদক ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।