উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শেষ হলো ‘গ্র‍্যান্ড ঈদ এক্সপো’ ২০২৩

23

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সমাপ্তি হলো চট্টগ্রামের অন্যতম মেগাইভেন্ট “মেকাপ শেকাপ গ্র‍্যান্ড ঈদ এক্সপো ২০২৩”। ১৫,১৬ ও ১৭ই মার্চ তিনদিন ব্যাপী চলমান এই মেগাইভেন্টটি নগরীর পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লু বে ভিউ মেজবান অনুষ্ঠিত হয়।

Advertisement

শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম, র‍্যাডিসন ব্লু বে ভিউ এর সিইও আবু সাঈদ মোহাম্মদ আলী। বিউটি বাফেট সেলুনের কর্ণধার ইসরাত জাহান ইভা, টাচ এন্ড লেডি সেলুনের কর্ণধার খুকুমণি, লামোর ইভেন্টস এর কর্ণধার সাদ শাহরিয়ার এবং সাইফ শোয়াইব, রূপা আক্তার এবং অনেকে।

প্রধান অতিথি এটিএম পিয়ারুল সকল ইভেন্ট পার্টনার এবং স্পন্সরদের হাতে ক্রেস্ট তুলে দেন। মেলা উপলক্ষে আয়োজক জুহি চৌধুরী বলেন, মেয়েদের সাথে ছেলেদের জন্যও দেশী ও বিদেশি সব কালেকশন নিয়ে ঢাকা ও চট্টগ্রামের উদ্যোক্তাদের নিয়ে ৬০টির বেশি স্টল হয়েছে এবং রমজান উপলক্ষে আরও একটি মেলা আয়োজনের জন্য অনুরোধ করছেন। সকলেই আনন্দের সাথে তাদের কেনাকাটা করতে পেরেছেন এবং সকলের হাসিমুখ দেখে আমি অত্যন্ত আনন্দিত।”

মেকাপ শেকাপ বাই জুহি চৌধুরীর আয়োজনে এই মেগা ইভেন্টের টাইটেল স্পন্সর বিউটি বাফেট, পাওয়ারড বাই রূপা ফ্যাশনস, কো-পাওয়ারড বাই টাচ এন্ড লেডি বিউটি লাউঞ্জ। এছাড়াও প্রদর্শনীতে প্ল্যাটিনাম স্পন্সর সুপার নূর ফ্যাশন, গোল্ড স্পন্সর পারিজাস ক্লোজেট, সিলভার স্পন্সর রামিসা ওয়্যারড্রোব, ইভেন্ট পার্টনার লামোর ইভেন্ট প্ল্যানার, স্ট্র‍্যাটেজিক ডিজিটাল মার্কেটিং পার্টনার টপ-নচ ডিজিটাল, স্কিনকেয়ার পার্টনার টিপটপ মার্ট লিঃ, সাপোর্টেড বাই ডুগডুগি, বিউটি পার্টনার মিতা রহমান স্কিনকেয়ার, মেকাপ পার্টনার টপ নচ, ফটোগ্রাফি পার্টনার ইমেজেন্স স্টোরী, সিনেমেটোগ্রাফি পার্টনার মাস্টার অব চট্টগ্রাম, এবং ডেলিভারি পার্টনার ফুডরাশ।

Advertisement