বন্দরে মিললো ভদকা, ব্ল্যাক লেবেল, ব্যালানটাইনস স্কচ হুইস্কি ব্রান্ডের বিদেশি মদ

58

মিথ্যা ঘোষণায় দুবাই পোর্ট থেকে চট্টগ্রাম বন্দরে আসা একটি মদের চালান আটক করেছে কাস্টম হাউসের এআইআর টিম। কায়িক পরীক্ষায় মোট ১৬ হাজার ৮২৪ লিটার বিদেশী উন্নত ব্রান্ডের মদ উদ্ধার করা হয়। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, সোডা অ্যাশ ঘোষণা দিয়ে মাদকের বৃহৎ চালানটি আনা হয়।

Advertisement

তাঁরা জানিয়েছেন, এআইআর টীমের সার্বক্ষণিক নজরদারী ও রিস্ক ম্যানেজমেন্টের আওতায় বন্দরের সিসিটি ইয়ার্ড হতে আজ এক কন্টেইনার (৪০ ফিট) ভর্তি বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদের চালান আটক করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস চট্টগ্রাম মদের এ বৃহৎ চালানটির খালাস আটকে দেয়া হয়। কন্টেইনারটি গত ১৩ মার্চ দুবাই পোর্ট হতে চট্টগ্রাম বন্দরে আগমন করে। আমদানিকারক ঢাকার বংশালের বিসমিল্লাহ্ কর্পোরেশ। ঘোষিত পণ্য সোডা অ্যাশ, ঘোষিত গ্রস ওজন ২৭০০০ কেজি। কাস্টম হাউস চট্টগ্রামের এআইআর শাখা আজ বিকাল ৫ টায় কায়িক পরীক্ষা শুরু করে। এতে ভদকা, জনি ওয়াকার ডাবল ব্ল্যাক, ব্ল্যাক লেবেল, চিভাস রিগাল, ব্যালানটাইনস স্কচ হুইস্কি ব্রান্ডের মোট ১৬ হাজার ৮২৪ লিটার মদ পাওয়া যায়।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, যার আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২ কোটি ৪৩ লক্ষ টাকা এবং জড়িত রাজস্ব প্রায় ১৪ দশমিক ৯০ কোটি টাকা।

Advertisement