লক্ষ্মীপুরে দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে সাংবাদিক আহত

226

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে জাতীয় পার্টির অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গোলাগুলির মাঝে ইটপাটকেলে আহত হয়েছেন দৈনিক স্বাধীনমত পত্রিকার জেলা প্রতিনিধি জিহাদ হোসেন।

Advertisement

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় একটি চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় গোলাগুলির তোপে পড়ে সে আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন। বর্তমানে সে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি আছেন। তার শরীরের বিভিন্ন স্থানে ইটের আঘাত রয়েছে।

এ ঘটনায় রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে কেন্দ্রের সভাপতি অ আ আবীর আকাশ এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন ‘গণতন্ত্র হত্যা করার উদ্দেশ্যে সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে । তাদের টুঁটি চেপে ধরা হচ্ছে। সাংবাদিক যেন সত্য প্রকাশ করতে না পারে।’

প্রতিনিয়ত রাজনৈতিক কালো থাবায় সাংবাদিকরা আহত হচ্ছেন কোথাও গুলিবিদ্ধ হচ্ছে, পঙ্গুত্ববরণ করছেন এবং মারা যাচ্ছেন। এ থেকে পরিত্রান খুব বেশি জরুরী হয়ে পড়েছে। সাংবাদিক নির্যাতন বন্ধে সরকারের পক্ষ থেকে আইন প্রণয়নেরও দাবি করা হয়।

সি নিউজ: আকাশ

Advertisement