চট্টগ্রামে একদিনে ৪ মৃত্যু,শনাক্ত ২৩২

269
corona

চট্টলা নিউজ : চট্টগ্রামে গতকাল করোনাভাইরাসে (কোভিড-১৯) ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩২ জনের দেহে। এদের মধ্যে ২১৯ জন নগরীর ও ১৩ জন বিভিন্ন উপজেলার।

Advertisement

রোববার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়।

জানা যায়, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১৭৪৮ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২৩২ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪১ হাজার ৫০০ জন। এর মধ্যে নগরে ৩৩১০২ জন এবং উপজেলা পর্যায়ে ৮৩৯৮ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৯৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৮৮ এবং উপজেলায় ১০৫ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৪ হাজার ৫১৭ জন।

Advertisement