“বন্ধুই শক্তি ক্লাব ২০০০” এর সাথে ফেনী জেলা কেন্দ্রীয় বড় জামে মসজিদ মার্কেটে অবস্থিত ইমপেরিয়াল নিউরো কেয়ার এন্ড ডায়গনস্টিক সেন্টার সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন।
ফেনী জেলার মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০২৩ খ্রিস্টাব্দের ১৪ নভেম্বর এসএসসি ২০০০ ব্যাচ’র কিছু উদ্যোমি বন্ধুদের সম্মিলিত প্রয়াসে ইমপেরিয়াল নিউরো কেয়ার এন্ড ডায়গনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বন্ধুই শক্তি ক্লাব এসএসসি ২০০০ ব্যাচ এর পক্ষে উপস্থিত ছিলেন- গ্রুপ ক্রিয়েটর এবং এডমিন এ এম মুন্না চৌধুরী, মঞ্জুর মোরশেদ রনী, নিজাম উদ্দিন সুমন, আলমগীর আল সুলতান, মো: ইউনুস, জহির উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
ইমপেরিয়াল নিউরো কেয়ার এন্ড ডায়গনস্টিক সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন- চেয়ারম্যান জহিরুল হক মিলন, ব্যবস্থপনা পরিচালক মঞ্জুর আলম মামুন এবং পরিচালক সুমন।
এছাড়া ২০০০ ব্যাচ’র বন্ধু ফখরুল ইসলাম ভুঁইয়া মিঠু, দন্ত চিকিৎক ফখরুল ইসলাম, ফেনী সদর থানার এএসআই শুক্কুর, রবিউল আলম সোহেল, মাহফুজ মেম্বার, দিনাজপুরের বন্ধু হুমায়ূন কবির প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে ফেনী জেলা এবং এর আশপাশের এসএসসি ২০০০ ব্যাচ এর বন্ধুদের পরিবারবর্গ ইমপেরিয়াল নিউরো কেয়ার এন্ড ডায়গনস্টিক সেন্টারের সকল সেবায় কর্পোরেট বিশেষ সুবিধা লাভ করবেন।