মাদকমুক্ত দেশ গড়তে এবং তরুণ সমাজ যেন মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্ত থাকে, সে লক্ষ্যকে সামনে রেখে গত ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট আজ (১ জানুয়ারি) সকাল ১০টায় চবি মেডিকেল সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের কাছে হস্তান্তর করা হয়।
এসময় চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আতিয়ার রহমান, চবি বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার, শিক্ষার্থী সেচ্ছাসেবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্ট হস্তান্তর অনুষ্ঠানে চবি উপাচার্য উপস্থিত সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের সবসময় শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করি। একইসাথে তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত রাখতে আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। তিনি আরও বলেন, ডোপ টেস্টের মাধ্যমে যদি কোন শিক্ষার্থীর রিপোর্ট পজেটিভ আসে তাহলে তাকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসার মাধ্যমে সুস্থতা করার চেষ্টা করা হবে। পরবর্তীতে কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এবং প্রয়োজনে আসক্ত ব্যক্তির পরিবারের অভিভাবকদের সাথে যোগাযোগের মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, আজকে ডোপ টেস্টের অফিসিয়াল ফলাফল আনুষ্ঠানিকভাবে উপাচার্যের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারবো, কতজন শিক্ষার্থী মাদকাসক্ত। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সকলকে ডোপ টেস্টের আওতায় এনে আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সক্ষমতা জানান দিতে চাই। আন্তরিকতা নিয়ে দায়িত্বপালন করলে সবকিছু সম্ভব। তিনি এ কাজে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।