খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ এবং জয় পরাজয়ের মানসিকতা তৈরি হয়: চবি উপ-উপাচার্য

100

অন্ত:বিভাগ খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। একইসাথে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ এবং জয় পরাজয়ের মানসিকতা তৈরি হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে আজ (১৫ জানুয়ারি, ২০২৫) দুপুর ১ টায় চবি আলাওল হল মাঠে “DIPLOMATS’ PREMIER LEAGUE 2025” এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন এ কথা বলেন।

Advertisement

উপ-উপাচার্য (প্রশাসন) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ কর্তৃক আয়োজিত অন্ত:বিভাগীয় প্রিমিয়ার লীগ ২০২৫ আয়োজন করায় বিভাগের সভাপতিসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত রেখে দক্ষ, যোগ্য ও প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহবান জানান।

 

চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মোহাম্মদ নিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের প্রফেসর ড. সুজিত কুমার দত্ত, সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহম্মদ, সহকারী অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী ও নুুসরাত ইয়াছমিন পুষ্প।

বিভাগের শিক্ষার্থী আজমাইন আদিল আদিত্যের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement