সিআরএফ সাংবাদিক ফুটবল টুর্নামেন্টে সাম্পান চ্যাম্পিয়ন

83
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 82?

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের(সিআরএফ) সার্বিক ব্যবস্থাপনায় সাংবাদিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার চট্টগ্রামের এম এ আজিজ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস‍্য সচিব জাহিদুল কবির কচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ও সাংবাদিকদের অংশগ্রহনে ফুটবল ম্যাচ উপভোগ করেন।

তিনি বলেন এই পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের আয়োজন সাংবাদিকদের তাদের দৈনন্দিন পেশাগত চাপের একঘেয়েমিতা কাটিয়ে উজ্জীবিত করতে সহায়তা করবে। তিনি সিআরএফের সার্বিক অগ্রগতিতে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দেন।

দুপুরে রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী মনসুর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সি প্লাস টিভি সম্পাদক আলমগীর অপু, সাধারণ সম্পাদক আলিউর রহমান, ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পারভেজ।

এ সময়  চট্টগ্রামে কর্মরত বিভিন্ন পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালের অর্ধশতাধিক একঝাঁক সংবাদ কর্মী খেলোয়াড় হিসেবে এবং অন্যান্য পত্রিকার বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে টিম সাম্পান দল ১-০ গোলে টিম কর্নফুলী দলকে হারিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের গোল রক্ষক ফারুক মনির প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত  হন।

উল্লেখ্য, সকালে চারটি দল দুই গ্রুপে নক আউট পদ্ধতিতে অংশ নেয়। টিম কর্নফুলী বনাম টিম হালদার খেলা ১-১ গোলে ড্র হয়। টিম হালদার পক্ষে গোলাম মাওলা মুরাদ ও কর্নফুলীর পক্ষে মনিরুল ইসলাম পারভেজ একটি গোল করলে নির্ধারিত সময় খেলা অমিমাংসিত থাকে। পরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পেনাল্টিতে সবাই গোল করতে ব‍্যার্থ হলে ওয়ান সুট আউটে ট্রাই ব্রেকারে মনিরুল ইসলাম পারভেজ একমাএ গোলটি করলে ফাইনালে উঠে টিম কর্নফুলী। এরপরের ম‍্যাচে টিম সাম্পান ২-০ গোলে টিম হালদাকে হারিয়ে ফাইনালে উঠেন। খেলায় সুবল বড়ুয়া ও আজাদ একটি করে গোল করলে ফাইনালে উঠে টিম সাম্পান। ফাইনাল খেলায় টিম সাম্পােনের আজাদের গোলে ১-০ গোলে টিম কর্নফুলীকে পরাজিত করে অপরাজিত চ‍্যাম্পিয়ন হন।

খেলা পরিচালনা করেন সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরন। মেডিক্যাল টিম হিসেবে সার্বিক সহতোগীতা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাক্তার হোসনে আরা বেগম।

Advertisement