সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার প্রভাতী ফুটবল একাডেমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক স্বীকৃতি অর্জন করায় এবং প্রভাতী ফুটবল একাডেমির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
সোমবার বিকালে পাক্কা মসজিদ এলাকার প্রভাতী ফুটবল মাঠে অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়। দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে অংশ নেয় লাল দল বনাম নীল দল জুনিয়র দ্বিতীয় ম্যাচে প্রাক্তন খেলোয়ার টিম।
সাম্প্রতিক বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফ’র একাডেমি অ্যাক্রিডিটেশন স্কিমের অংশ হিসেবে প্রভাতী ফুটবল একাডেমিকে “ওয়ান স্টার” হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। প্রভাতী ফুটবল একাডেমির চেয়ারম্যান এম মনোয়ারুল হক এফসিএমএ এর সভাপতিত্বে মফিজুর রহমান সাজ্জাদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চক্রবাক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল ইসলাম মাহমুদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইফতেখার আহামেদ জুয়েল, সাবেক ফুটবলার মো.সেলিম উদ্দীন, মনোয়ারুল ইসলাম স্বপন, মাহফুজুল হক, মো.নাজিম উদ্দীন, সুলতান আহমদ, জিল্লুর রহমান এরফান, মাঈনুদ্দীন চৌধুরী তপন, মোজাফফর আহমদ, নুরুল করিম মানিক, আশরাফ উদ্দীন সালাম, উপস্থিত ছিলেন প্রভাতী ফুটবল একাডেমির ভাইস চেয়ারম্যান ছালেহ আকবর সাহিদ, সেক্রেটারি নুরুল হায়াত ডালিম, স্পোর্টস ডিরেক্টর এবং হেড কোচ ফজলুল করিম আরমান, ট্রেজারার নুরুল করিম, পরিচালক মো.মনিরুজ্জামান মুরাদ, মো.আমজাদ হোসেন, মো.আনিসুর রহমান তৈমুর, মো.আনোয়ার শাহাদাত, নুরুল গনি জিসান।