ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে বাস কাউন্টার পরিদর্শনে বিআরটিএ : জরিমানা ২০ হাজার

104

পবিত্র ঈদ-উল-আযহা’ উদযাপন শেষে কর্মস্থলমুখী মানুষদের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধকল্পে আজ ১০ জুন মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের আওতাধীন ভ্রাম্যমান আদালত-১৩ কর্তৃক নগরীর দামপাড়া, অলংকার, একে খান, সিটি গেইট ও ভাটিয়ারীতে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেন।

Advertisement

এ সময় অতিরিক্ত ভাড়া সম্পর্কিত কোন অভিযোগ পাওয়া যায়নি এবং চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

পরিদর্শনকালে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলকে ৫ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন অপরাধে অন্য তিনটি মোটরযানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রান্তিক পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৯৯৮৮) কাগজপত্র দীর্ঘদিন হালনাগাদ না থাকায় এটি জব্দ করা হয় । ভ্রাম্যমান আদালত-১৩ এর নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম হার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা।

Advertisement