আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের ঘটনায় ওয়ার্ড সভাপতি বশর আটক

208

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন কসমোপলিটন আবাসিকের মুখে যুবলীগের মিছিল শুরুর আগে কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের ঘটনায় ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল বশরকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

রোববার (২৪ জানুয়ারি) রাতে ষোলশহর এলাকা থেকে আবুল বশরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার আবুল বশর নিজেকে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও নিজেকে মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চুর অনুসারী হিসেবে পরিচয় দেন।

আবুল বশর ২ নম্বর গেইট এলাকায় সংগঠিত ডাবল মার্ডারের আসামি বলে জানা গেছে।

আবুল বশরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মো. আবদুর রউফ।

এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান শাহ মো. আবদুর রউফ।

রোববার দুপুরে যুবলীগের আয়োজনে মিছিল শুরুর আগে কথা কাটাকাটির জেরে যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করেন আবুল বশর।

ছুরিকাঘাতে আহত আদিত্য নন্দী মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান।

তবে ঘটনার পর মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের বিষয়টি কাছে অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, নালায় পড়ে গিয়ে আদিত্য নন্দী আহত হয়েছেন।

Advertisement