খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান

160

দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে ভোগ্যপণোর দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করে।

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো উমর ফারুক বলেন, বাজার মূল্যর চেয়ে চড়া দামে ভোগ্যপণ্য বিক্রি , মূল্য তালিকা না থাকা এবং ক্রয় বিক্রয় রশীদ অসংরক্ষণের মতো অনিয়মের অপরাধে ওই ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

আজ বুধবার (২২ মার্চ) সকাল ১১ টা থেকে ৩ টা পর্যন্ত চলা মোবাইল কোর্টে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস নেতৃত্ব দেন।

তাঁরা জানান, জুয়েল এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা , হাজী জসিম ট্রেডার্সকে ৫ হাজার টাকা, এফ সি ট্রেডার্সকে ৫ হাজার টাকা, আল মদিনা ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং আল্লাহর দানের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টে ভোজ্য তেল, চাল, চিনি, পেঁয়াজ, খেঁজুর, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ পরিবীক্ষণ করা হয়।

 

Advertisement