প্রতিবন্ধীদের বোঝা না ভেবে প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে। ‘প্রতিবন্ধীবান্ধব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির ভাষণে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান একথা বলেন।
রবিবার (৩ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ মিলনায়তনে চবি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীবৃন্দ আয়োজিত আলোচনা সভায় উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তারা অত্যন্ত মেধাবী। প্রতিবন্ধীদের সমাজে বোঝা না ভেবে প্রত্যেকে স্ব স্ব অবস্থান থেকে একটু সহযোগিতার হাত সম্প্রসারণ করলে তাদেরকে কর্মক্ষম করে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, তাদেরকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করে জাতীয় উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখতে যোগ্য করে গড়ে তুলতে হবে। মাননীয় উপ-উপাচার্য প্রতিবন্ধীদের সহযোগিতায় সমাজের বিত্তবান ব্যক্তি/প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান। তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হীনমন্যতায় না ভুগে লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দেয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, চবি আলাওল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, চবি এ. এফ. রহমান হলের প্রভোষ্ট প্রফেসর ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন, চবি শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ গোলাম কিবরিয়া, চবি শামসুন নাহার হলের প্রভোষ্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, চবি আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী ও চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসিনা আফরোজ শান্তা।
প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সাধারণ সম্পাদক এডভোকেট নুর জাহানের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সীমা নাথের সঞ্চলনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আই.এফ.ই.এসের প্রতিনিধি শাওমী ইমাম। এতে ধারণাপত্র পাঠ করেন সংগঠনের সদস্য জেসমিন আখতার। অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।