জন্মদিনে জিয়াউর রহমানের প্রথম সমাধিতে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

সামরিক কিংবা রাজনৈতিক যুদ্ধে জিয়াউর রহমান কখনও পরাজিত হননি: নাজিমুর রহমান

43

বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকীতে তাহার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

Advertisement

আজ রবিবার সকাল ১১টায় রাঙ্গুনিয়া উপজেলার জিয়া নগরে শহীদ জিয়ার প্রথম সমাধিতে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

সমাধিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, আলহাজ্ব এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আহ্বায়ক কমিটির সদস্য এম এ হান্নান, এস এম ফয়েজ, আবুল হাশেম, মুজিবুল হক, মোহাম্মদ মহসিন, কামরুল ইসলাম, জাফর আহমেদ, গাজী আইয়ুব, মাহবুব রানা, এম এ সবুর, আবু মুসা, মোহাম্মদ আজম, ইসমাইল বালি, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ সহ নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এ সময় সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, সামরিক কিংবা রাজনৈতিক যুদ্ধে জিয়াউর রহমান কখনও পরাজিত হননি। তেমনি সততা ও দেশপ্রেমের নজিরে তিনি আজ অবধি অপ্রতিদ্বন্দ্বী। দেশ ও জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং মমতার কারণে শহীদ জিয়া এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। তাহার প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদ দেশপ্রেমের অমর দর্শন। তাহার কালজয়ী এ দর্শনের নিকট দেশপ্রেমের বাকি সকল রাজনৈতিক মতবাদই পরাস্ত হয়েছে।

উল্লেখ্য জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির তিন দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে আজ এ কর্মসূচি পালিত হয়।

Advertisement