আবারো বিজ্ঞাপনের শুটিং করলেন শাকিব

266

ঢালিউড সুপারস্টার শাকিবের বছরটি শুরু হলো বিজ্ঞাপনের শুটিং করে। অনেকদিন পর নতুন বিজ্ঞাপনে কাজ করলেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন ‘হাসিনা: ডটারস টেল’ খ্যাত নির্মাতা পিপলু খান।

Advertisement

বিজ্ঞাপনটি এসএমসি ওরস্যালাইন-এন এর। সোমবার সকাল থেকে বিএফডিসির জসিম ফ্লোরে বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান।

নির্মাতা পিপলু খান জানান, বিজ্ঞাপনে দেখা যাবে শাকিব খান ‘নাম্বার ওয়ান’! এর বেশি কিছু প্রচারের আগে জানিয়ে চমক নষ্ট করতে চাইনা।

২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। বিশেষ উপলক্ষে তিনি পণ্যটির প্রমোশনে কাজ করেন।

এর আগেও একবার এসএমসি’র বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে। এবার পণ্যটির নতুন বিজ্ঞাপনে কাজ করলেন ঢাকাই ছবির এই নায়ক।

নির্মাতা সূত্রে জানা যায়, সোমবারই শাকিবের নতুন বিজ্ঞাপনের শুটিং শেষ হবে। মঙ্গলবার হবে ফটোশুট। শিগগিরই এসএমসি ওরস্যালাইন-এন’ এর বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

Advertisement