শত স্পটে লাখো মাস্ক বিতরণ করল ডবলমুরিং থানা

228

চট্টগ্রামে ১০০টি স্পটে এক লাখ মাস্ক বিলি করছে ডবলমুরিং থানা পুলিশ। জনগণকে মাস্ক পড়তে উদ্বুদ্ধকরণে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এই কর্মসূচি পালন করা হয়।

Advertisement

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘ মাস্ক করোনা প্রতিরোধে সবচেয়ে সহজ সমাধান। মানুষ এবং করোনার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে এই মাস্ক। তাই মাস্ক পরিধান উদ্বুদ্ধ করতে আমরা ১০০ টি স্পটে এক লাখ মাস্ক বিলি করার উদ্যোগ গ্রহণ করেছি।’

পুলিশ সূত্রে জানা যায়, জনগণকে মাস্ক পড়তে উদ্বুদ্ধকরণে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আজ সকালে বিনামূল্যে মাস্ক বিতরণের কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পশ্চিম জোনের উপ কমিশনার আব্দুল ওয়ারিশ, ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন উপস্থিত ছিলেন। এরপর অফিসার এবং স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত টিমগুলো ১০০ স্পটে গিয়ে বিনামূল্যে মাস্ক বিতরণ শুরু করা হয়।

উপ কমিশনার আব্দুল ওয়ারিশ ১০ টি স্পটে গিয়ে মাস্ক বিতরণ করেন। তিনি বলেন, ‘করোনা থেকে বাঁচতে মাস্কের বিকল্প নেই। মাস্ক পরতেই হবে। তাই জনগণকে উদ্বুদ্ধ করতে আমাদের এই কর্মসূচি। এ ব্যাপারে আমরা জনগণেরও সহযোগিতা চাই।’

এসময় স্বেচ্ছাসেবকদের হাতে মাস্ক পরিধানে সচেতনতামূলক বিভিন্ন শ্লোগান সম্বলিত বর্ণিল প্ল্যাকার্ড, ফেস্টুন শোভা পাচ্ছিল।

মাস্ক পরিধানে সচেতনতামূলক এই কর্মসূচি মাসব্যাপী চলবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement