চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে পাথরঘাটা ওয়ার্ডের বিএনপি প্রার্থী ইসমাইল হোসেন বালিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
Advertisement
নির্বাচনে সহিংসতা ঘটানোর অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।
এরপর থানার বাইরে ফটকের সামনে বালির সমর্থকরা ৩০ মিনিট ধরে অবস্থান নেন। পুলিশ তাদেরকে ফটক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। এরপর থানা ভবনের পাশে অবস্থান নিয়েছেন বালির এজেন্ট ও অনুসারীরা।
এর আগে ১২টার দিকে পাথরঘাটা বালিকা বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় কেন্দ্রে থাকা ইভিএম মেশিন ভেঙে ফেলা হয়েছে; যার কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
Advertisement