আল জাজিরা আ’লীগের হৃদপিন্ডে আঘাত করেছে: বক্কর

274

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, আল জাজিরা আওয়ামি লীগের হৃদপিন্ডে যে আঘাত করেছে, সে আঘাত সারানোর জন্য তারা জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের বীরত্বের স্বীকৃতি বীর উত্তম খেতাব কেড়ে নেয়ার অপচেষ্টার মাধ্যমে জনদৃষ্টি ভিন্নখাতে ঘুরানোর চেষ্টা করছে। বেগম খালেদা জিয়ার হাতে গড়া জাতীয় মুক্তি কাউন্সিল। সে কাউন্সিলে বসে আওয়ামী লীগ আজ জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাবনা এনেছে। শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের সম্মাননা বীর উত্তম খেতাব কারো দয়ায় অর্জন করে নাই। তিনি ১৯৭১ সালে দেশের মুক্তিকামী মানুষের জন্য জীবনের মায়া ত্যাগ করে মুত্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভুমিকার রাখার মাধ্যামে বীর উত্তম খেতাব অর্জন করেছে। কোন অপশক্তি এই খেতাব কেড়ে নেওয়ার চেষ্টা করলে বাংলাশের জাতীয়তাবাদী শক্তি অগণতান্ত্রিক ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে মুক্তির সংগ্রামের জন্য রাজপথে নেমে আসবে।

Advertisement

তিনি শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নাছিমন ভবনস্থ দলীয় কার্যালয় জাতীয়তাবাদী তাঁতী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামি লীগ সরকার যতবার তাদের অপকর্মের জন্য জাতির সামনে অপদস্ত হয়েছে ততবার তার জিয়া পরিবারকে ঢাল হিসাবে ব্যবহার করেছে। এই সরকারের সামনে সত্য বললে বিপদ। আল জারিরার খবরের প্রকৃত ব্যখ্যা না দিয়ে বিএনপির দিকে আঙ্গুল তুলছে। দেশের জনগণ সরকারের এইসমস্ত আজগবী প্রলাপ বিশ্বাস করে না। মানুয় সরকারের কথা নয় আল জাজিরার কথা বিশ্বাস করেছে। এই সরকার যা বলে জনগণ তার উল্টা ভাবে। দেশের মানুষ আওয়ামি লীগ সরকারকে মিথ্যবাদি, দুর্ণীতিবাজ, ভোট ডাকাত, সন্ত্রাসী, মফিয়াদের আশ্রয় ও প্রশ্রয় দাতা মনে করে। তিনি তাঁতি দলের নেতৃবৃদ্ধকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করার আহবান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুমা দলীয় কার্যালয় জামে মসজিদের দোয়া ও মিলাদ মহফিল আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মহফিল পরিচালনা করেন হাফেজ মাওলান এহসানুল হক। মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্নার মাগফেরাত কামনা সহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র সুস্থতা কামানা করা হয়।

চট্টগ্রাম মহানগর তাঁতি দলের আহবায় মনিরুজ্জমান টিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদের পরিচালনায় আলোচনা সবায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহনগর বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক খোরশেদ আলম কুতুবী, সাবেক সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলু, সাবেক সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু মুছা নগর তাঁতী দলের নেতৃবৃন্দরের মধ্যে উপস্থিত ছিলেন মো: সেলিম হাফেজ, মো: আইয়ুব খাঁন, মো: আবুল হাশেম, মো: ইলিয়াছ খাঁন, মো: হারুনুর রশিদ, মো: আবদুল হক স্বপন, মো: রমজান আলী, সাখাওয়াত হোসেন পিয়, এ এম নাজিম উদ্দিন, মো: জাহিদ হোসেন, মহিউদ্দিন, একরাম হোসেন, মো: সালাউদ্দিন জনি, শাহ আলম, আবদুল মান্নান, মিল্লাত হোসেন, হাসান তিতাস, মো: ইউসুফ, মো: জামাল উদ্দিন, এস এম জামাল প্রমূখ।

Advertisement