কওমী মাদরাসার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলে তৌহিদি জনতা জিহ্বা কেটে দেবে -আল্লামা বাবুনগরী

262

ফটিকছড়ি প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, কওমী মাদরাসা ইসলাম রক্ষার মজবুত দূর্গ। এদেশের মানুষ ধর্মপ্রাণ ও ইসলাম প্রিয়। কওমী মাদরাসার সাথে এদেশের মানুষের আত্মার সম্পর্ক রয়েছে। কোন অশুভশক্তি যদি কওমী মাদরাসার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা তাদের জিহ্বা কেটে দেবে। তিনি গতকাল ২৯ জানুয়ারী (শুক্রবার) বিকেলে ফটিকছড়ির ঐতিহ্যবাহী কওমী শিক্ষা প্রতিষ্ঠান হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী পরিচালিত আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ২দিন ব্যাপী ঐতিহাঁসিক বার্ষিক ইসলামী মহা সম্মেলনে এসব কথা বলেন।

Advertisement

এসময় বাবুনগরী হুশিয়ারী দিয়ে আরো বলেন, কওমী মাদরাসা নিয়ে কথা বলার সময় মুখ সামলে কথা বলবেন। যারা কওমী মাদরাসাকে উৎখাত করতে চাই তারা ধংশ হয়ে যাবে।

এতে বক্তব্য রাখতে গিয়ে হেফাজতের যুগ্ন মহাসচিব আল্লামা মামুনুল হক বলেন, নবীর ওয়ারিশ ওলামাগন কোরআনের অর্পিত দায়িত্ব মনে করে হকের পক্ষে কথা বলে যেতে হবে সব সময়। বাংলা কে স্বাধীন করতে যেমন সাগর রক্তের প্রয়োজন হয়েছিল তেমনি ইসলামকে প্রতিষ্ঠিত করতেও কয়েক সাগর রক্তের প্রয়োজন। আর সে রক্ত দিতে আমাদের প্রস্তুত থাকতে হবে। এসময় তিনি আরো বলেন, আমি যেনো সব সময় ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাাহ এবং রাসুলের পক্ষে কথা বলে যাবো। ইসলামের প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত আছি আমি।

বাবুনগর মাদরাসার মহা পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে ২দিন ব্যাপী সম্মেলনে এতে অন্যান্য ওলামায়ে কেরামগণের মধ্যে তাকরির পেশ করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী, আল্লামা আব্দুল বাসেত খান, আল্লামা খোরশেদ আলম কাসেমী, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি সাখাওয়াত হোসেন, আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা মাহমুদ হাসান গুনবী, আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, আল্লামা আলী হাসান উসামা, আল্লামা মুফতি আব্দুল হামিদ প্রমুখ।

পরে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

সি নিউজ/জুনায়েদ

Advertisement